Tue. Oct 14th, 2025
Advertisements

এম. আবুল হোসেন দুলাল; বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা,সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিয়া চৌধুরী বাংলাদেশি নারী রাজনীতিবিদ। তিনি শেরপুর-২ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য।তার পৈতৃক নিবাস পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থি রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।