Wed. Oct 15th, 2025
Advertisements


ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি:বিরত্বপূর্ন সাহসিকতায় কাজের জন্য আর্থিক পুরুস্কার পেলেন ইন্দুরকানী থানার সিনিয়র সাব ইন্সেপেক্টর আব্দুল জলিল।

৫ আগষ্ট বৃহস্পতিবার যখন সারাদেশে যখন জনতার রেশানলে পুলিশ আর যখন বাংলাদেশের আন্দোলন রত জনতা দেশের বিভিন্ন থানায় হামলা করে সেইসময় পিরোজপুরের ইন্দুরকানী থানায় একটি টোকা লাগেনি এর অন্যতম দাবিদার এই আব্দুল জলিল। তিনি ইন্দুরকানী থানায় যোগদান করার পর থেকে পেশাদারিত্বের সাথে সুন্দর ব্যাবহাের মাধ্যমে সাধারন মানুষের হৃদয়ের স্থানকরে নিয়ে ছিলেন পুলিশ জনতান বন্ধু এই কথা তিনি প্রমান করেছেন। ফলে ইন্দুরকানী থানা কর্মরত কারো উপরে মানুষে ক্ষোভ ছিলনা।এই সাহসিকতার জন্য ১৭ অক্টোবর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাছের এর হাত থেকে এই সম্মাননা পুরুস্কার গ্রহন করেন।
পিরোজপুর জেলার সকল পুলিশ সদস্যদের মধ্যে তিনি এই সম্মানে সম্মানিত হলেন।

উলেখ্য এসআই আব্দুল জলিল ছাত্র জীবনে, স্কাউট, রোভার স্কাউট, চাকরি অবস্থায় স্বনামধন্য খেলোয়াড় হিসেবে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সহ অধিনায়ক এর দায়িত্ব পালন করেন । তিনি ৫-৯-২০২২ তারিখ অত্র থানায় যোগদান করেন।

পুলিশ জনগনের বন্ধু এই কথাটা আব্দুল জলিলের মত পুলিশ সদস্য না থাকলে বোঝা যেত না। ইন্দুরকানী থানার র্ভাপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন সহ কর্মরত সকল সদস্যগন তাকে পুরস্কারের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুস্কারের বিষয়ে কথা বলেল আব্দুল জলিল বলেন এই সম্মান আমার সকল সহকর্মীর ও এই উপজেলার সাধারন জনগনের ভালবাসার ফসল।তিনি পুরস্কারের জন্য পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।