Tue. Oct 14th, 2025
Advertisements

16খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসিজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা সাইদুর রহমান তার নামাজে জানাজা পড়ান।

গাজীপুর বিএনপির নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, গাজীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন কায়সার, জাতীয় পার্টির টঙ্গী থানার সভাপতি বদিউর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মী, শ্রমিক নেতা ও সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। এরপর সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে মরুহুমের তৃতীয় নামাজে জানাজা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে, সেখানে তার দাফন কাজ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।