Tue. Oct 14th, 2025
Advertisements

19মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫সুনামগঞ্জ সদরে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আবদুস ছত্তার (৫০) ও তার ছেলে রমজানের (১৯) মৃত্যু হয়েছে। আব্দুস ছত্তার সুনামগঞ্জ সদর উপজলোর সুরাম ইউনিয়নের বাদারটেক গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, সোমবার রাতে ইউনিয়নের বাদারটেক গ্রামের আব্দুস ছত্তার ও তার ছেলে রমজান একটি ছোট নৌকায় করে হালুয়ারঘাট এলাকায় মাছ ধরতে যান। সকাল হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হালুয়ারঘাটের মিজান স’মিল এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তাদের খুঁজে পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তারা নৌকা নিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের খুঁটিটি কিছুটা হেলে থাকায় তারটি নিচে ঝুলে ছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।