খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: টাইমলাইনে ছবি দেখানোর প্রযুক্তি হালনাগাদ করেছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। ব্যবহারকারীর পোস্ট করা ছবিগুলো এখন টাইমলাইনে পুরোপুরি দেখাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পরিবর্তন এসেছে মাল্টি-ইমেজ পোস্টের ক্ষেত্রেও।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বর মাসে ‘ফেভারিটস’ পরিবর্তন করে ‘লাইক’ করেছিল টুইটার। যদিও সেই পরিবর্তন ইতিবাচক ভাবে নেননি ব্যবহারকারীদের অনেকেই।
নতুন পরিবর্তনের ফলে ছবি ক্রপ না করে টাইমলাইনে পুরোপুরি দেখাবে টুইটার। তবে বুধবার পর্যন্ত ব্যবহারকারীদের একটি অংশ ক্রপ করা ছবিই পাবেন তাদের টাইমলাইনে।
মাল্টি-ইমেজ পোস্টেও পরিবর্তন এনেছে টুইটার। এক্ষেত্রে একটি বড় ছবির পাশে আরও তিনটি ছবি ছোট করে থাকবে টাইমলাইনে।
গত কয়েক মাসে ছোট-খাট অনেক পরিবর্তনই এসেছে টুইটারে। সাইটটির ডেভেলপাররা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে মন্তব্য করেছে সিনেট। ‘লাইক’ ফিচারের অভিষেকের আগে অক্টোবর মাসে ‘মোমেন্টস’ ফিচারটি নিয়ে এসেছিল টুইটার।
এ প্রসঙ্গে টুইটারের পণ্য ব্যবস্থাপক আকার্ষাণ কুমার বলেন, “যদিও ট্ইুটার টেক্সটনির্ভর প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছিল, ভালো অভিজ্ঞতার জন্য আরও উন্নয়ন প্রয়োজন। আজকে থেকে আমরা টুইটার টাইমলেইনে ছবি ক্রপ না করেই দেখাবো, এতে আপনাদের অভিজ্ঞতা আরও ভাল হবে।