Mon. Oct 27th, 2025
Advertisements

58খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: কার্দেশিয়ান বোনেদের তুলনা নেই বিশ্বে। কখন যে কী করে বসেন, বলে বসেন তার নেই ঠিক। অতি সম্প্রতিই একটি কাণ্ড বাধিয়ে বসেছেন ক্লো কার্দেশিয়ান। কিম কার্দেশিয়ানের এই সুন্দরী বোন হঠাৎই বলে বসেছেন, ‘থ্রিসাম’ করতে চান তিনি।
৩১ বছরের ক্লো গল্প করছিলেন বোন কাইলি জেনার এবং তাঁর বয়ফ্রেন্ড তাইগা-র সঙ্গে। হঠাৎই বলে বসেন, ‘আচ্ছা, থ্রিসাম করলে কেমন হয় আর আমাদের তিনজন মিলে একটা ডাকনামও হতে পারে। কী নাম রাখা যায়?’’
‘‘ক্লোগা’’, চটপট উত্তর তাইগা-র। ‘‘ক্লোগা আমার পছন্দ,’’ সঙ্গে সঙ্গেই জানান ১৮ বছরের জেনার।
উৎসাহ পেয়ে ক্লো জিজ্ঞাসা করেন বোনকে, তিনি আর তাইগা যদি কিছুদিন ডেট করেন, তাহলে কি আপত্তি করবেন জেনার? এর পর অবশ্য কথাবার্তা ঘুরে যায় অন্যদিকে। দুই বোন কে কার লুক্স কপি করেছেন সেই নিয়ে চলে হালকা রসিকতা।
শোনা যাচ্ছে, থ্রিসামের বিষয়টা নাকি জোক। আর এই পুরো কথোপকথনটাই নাকি দেখা যাবে ‘কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান্স’-এর একটি এপিসোডে।