Sun. Sep 21st, 2025
Advertisements

16খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: স্পেনে একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কয়েকদিন আগেই ঐ নারী কলম্বিয়া থেকে দেশে ফিরেছেন। খবর-বিবিসিদর।
ধারণা করা হচ্ছে তিনি কলম্বিয়া থেকেই আক্রান্ত হয়েছিলেন। তবে এই প্রথম ইউরোপে জিকা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হল।
জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।
রোগটি এতটাই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
গবেষকরা বলছেন, ব্যবহারের উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছর সময় লেগে যেতে পারে।