খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বিএফডিসির দুই নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে বাপ্পি-আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’ ছবির শুটিং। হিমেল আশরাফ পরিচালিত এই ছবির কাজ শুরু হয় গতকাল সোমবার থেকে। নির্মাতা হিসেবে এটাই হিমেলের প্রথম চলচ্চিত্র। ছবির মূল ভূমিকায় কাজ করছেন নায়ক বাপ্পি ও নায়িকা আঁচল। আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে ছবির শুটিং।
শুটিংয়ের ফাঁকে নায়িকা আঁচল এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ছবিতে কাজ করে আমি আনন্দ পেয়েছি। কারণ একেবারেই গ্রামের একটি মেয়ের চরিত্রে আমি কাজ করেছি। এরই মধ্যে আমি দর্শকদের সামনে অনেক ধরনের চরিত্র নিয়ে হাজির হয়েছি। কিন্তু গ্রামের চরিত্র তেমন করা হয়নি। এই ছবির গল্পটা একেবারেই গ্রামের পটভূমিতে প্রেমের একটি গল্প। আমার ধারণা, দর্শক এই ছবিতে নতুন কিছু পাবে।’
ছবির কাজ কতদূর জানতে চাইলে আঁচল বলেন, ‘গতকাল থেকে আমরা এফডিসিতে ছবির শুটিং করছি। আমাদের টানা ২২ তারিখ পর্যন্ত ছবির শুটিং করার কথা রয়েছে। এর মধ্যে কিছু ফাইটের দৃশ্যও শুট করা হবে। আমাদের প্রায় সব শুটিংয়ের কাজই এরই মধ্যে শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু দুটি গান। সেগুলো আগামী মাসে করার কথা রয়েছে।’
গত মাসে সিলেটে ‘দাগ’ ছবির শুটিং করেছেন আঁচল। সেই ছবির অভিজ্ঞতা নিয়ে আঁচল বলেন, ‘আমার খুব ভালো লেগেছে কাজটি করতে। চাষী স্যারের প্রধান সহকারী তারেক শিকদার স্যার ছবিটি নির্মাণ করছেন। আমি এরই মধ্যে নায়ক বাপ্পির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। কিন্তু মিম আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওনার সঙ্গে কাজ করতে অনেক ভালো লেগেছে। ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে কাজ করেছেন। উনি আমার আগেই চলচ্চিত্রে এসেছেন, সে হিসেবে চলচ্চিত্রেও তিনি আমার সিনিয়র, উনি বয়সেও আমার চেয়ে বড়, আবার অভিনয়ও করেছেন বড় বোনের চরিত্রে, যে কারণে আমাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল।’