নওগাঁর নিয়ামতপুরে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে “শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর বণিক সমিতির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
মেসার্স রেজাউল হাসানের স্বত্ত্বাধিকারী ও নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, মেসার্স ইথেন এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকাারী ও শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের টিম লিডার ইকবাল শাহরিয়ার রাসেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক রনজিত কুমার, কার্যকরী সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সফিউল হক বাবু, সার-বীজ ও কীটনাশক মালিক সমিতির সভাপতি বাবু বিমল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।