Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: একশব্দে তাকে বলা যায় চরিত্র ভাঙার রানি, তিনি বিদ্যা বালান। ডার্টি পিকচার সিনেমায় হট লুকে যেমন হাজির হতে দেখা যায়, তেমনি এবার একেবারে বাঙালীর বধূ হিসেবে হাজির হচ্ছেন স্ক্রিনে।

ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তার সর্বশেষ সিনেমা বেগমজান। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও এতে বেগমজান চরিত্রে এ অভিনেত্রী কিন্তু ঠিকই প্রশংসা পেয়েছেন।

বিদ্যা বালান অভিনীত পরবর্তী সিনেমা তুমহারি সুলু। প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এতে এ অভিনেত্রীর সাধারণ গৃহবধূ থেকে রাতের রেডিও জকি হয়ে শ্রোতাদের শিহরন জাগানোর গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলারেই বাজিমাত করেছেন বিদ্যা। এরমধ্যে দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে এটি।

এতে দেখা যায়, রেডিও স্টেশনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন বিদ্যা বালান। সাধারণ গৃহবধূর মতোই কাটছিল তার দিন। কিন্তু একদিন তার সামনে রেডিও জকি হওয়ার সুযোগ আসে এবং তিনি হয়ে যান রাতের আরজে।

তার কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের শিহরণ জাগান তিনি। কিন্তু সংসার ও রাতের আরজে এই দুইয়ের ব্যস্ততা মেনে নিতে পারেন না তার স্বামী। ট্রেলারে বেশকিছু কৌতুকপূর্ণ সংলাপ ও দৃশ্য দেখা গেছে। রেডিও স্টেশনের প্রযোজকের ভূমিকায় দেখা গেছে নেহা ধুপিয়াকে। বিদ্যার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মানব কাউল। আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।