Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৮অক্টোবর ২০১৭: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কক্সবাজার যাওয়ার পথে অভ্যর্থনা জানাতে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর মহিপালে ব্যাপক শোডাউন দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, বাধা-বিপত্তি ও ব্যারিকেড দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বাধা উপেক্ষা করেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ফেনীর মহিপালে জমায়েত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এর আগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা বিএনপি চেয়ারপারসনের জিয়ার গাড়িবহর কুমিল্লা পার হয়ে চৌদ্দগাম পৌঁছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে খালেদা জিয়ার গাড়িবহরটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এসে পৌঁছলে পথে পথে সংবর্ধনা নিয়ে গাড়ি বহর এগিয়ে চলেছে।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

এদিকে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা ও রাস্তার ব্যারিকেড উপেক্ষা করেই খালেদা জিয়াকে একনজর দেখতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ফেনী শহরে জড়ো হয়েছেন। খালেদা জিয়া এসে পৌঁছা পর্যন্ত নেতাকর্মীদের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে ধারণা করা হচ্ছে।