Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইটান্স। রোববার মিরপুরে চিটাগাং ভাইকিংসকে তারা ১৮ রানে হারিয়েছে। তিন ম্যাচে চিটাগাংয়ের এটি দ্বিতীয় হার।
খুলনা টাইটান্স আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ৬৮ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরও দলটি বড় সংগ্রহ পায় রিয়াদ, আরিফুল হক, এবং ব্রেথওয়েটের কল্যাণে।

রিয়াদ ৩৩ বলে ৪০ করেন। তাকে বিজয়ের ক্যাচ বানান তাসকিন। বরিশাল বিভাগ থেকে উঠে আসা ব্যাটসম্যান আরিফুল হক সমান রান করেন। রিয়াদের চেয়ে তিনি বল খেলেছেন ৮টি কম। তাকেও ফেরান তাসকিন। তার সঙ্গে কার্লোস ব্রেথওয়েট ১৪ বলে ৩০ করে চিটাগাংকে আরও বিপদে ফেলে দেন। কম যাননি ওয়েস্ট ইন্ডিজের আরেক তরুণ আর্চারও। ৪ বলে ১১ করে ক্ষান্ত দেন তিনি।

ভাইকিংসের সফল বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। সানজামুল ইসলাম ৩ ওভারে ২ উইকেট নিতে ২০ রান খরচ করেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারে দুই ওপেনারকে হারায় চিটাগাং। ৩ বলে ২ করে ফিরে যান লুক রঞ্চি। ডাক মারেন সৌম্য। এরপর ৩৮ রানের মাথায় আরও দুই উইকেট চলে যায় তাদের। ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন সিকান্দার রাজা। ২৭ বলে ৩৭ করে শফিউল ইসলামের বলে বোল্ড হন। মিসবাহ-উল-হক ৩৭ বলে ৩০ করে দলকে পথে রাখার চেষ্টা করেন। কিন্তু যখনই হাত খুলতে যান কাটা পড়েন। আবু জায়েদকে উড়িয়ে মারতে যেয়ে শান্তর হাতে বাউন্ডারি লাইনে ধরা পড়েন।

খুলনার আবু জায়েদ বল হাতে ঝলক দেখিয়েছেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। একটি করে উইকেট আর্চার, শফিউল এবং ব্রেথওয়েটের।