Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি।
নিহত শিশুরা হলো, শিয়ালডাঙ্গা গ্রামের আসাদুল গাজীর কন্যা তামান্না খাতুন (২) ও একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর কন্যা মারিয়া খাতুন (আড়াই বছর)।
স্থানীয়রা জানান, শিশু তামান্না ও মারিয়া তাদের বাড়ির পাশে একটি ডোবা পুকুরের ধারে খেলা করছিল। ধারনা করা হচ্ছে এ সময় হঠাৎ একজন অসাবধানবশতঃ পানিতে পড়ে গেলে অপরজন তাকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে তাদের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে তারা লাশ দুটি উদ্ধার করেন। এদিকে, দুই শিশুর মৃত্যুতে শিয়ালডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার