খােলা বাজার২৪। শনিবার, ০২ডিসেম্বর , ২০১৭: এঞ্জেলিনা জোলি হতে গিয়ে সারা বিশ্বের মেমে’তে হলেন ইরানি কন্যা সাহার। হলিউডের নায়িকার মতো রূপ কে না পেতে চায়! তেমন বাসনাই ছিলো তেহরানে বসবাসকারী সাহার তাবারের। ১৯ বছর বয়সী তাবার ছোটবেলা থেকেই অ্যাঞ্জেলিনার বড় ফ্যান। হঠাতই তার ঝোঁক চাপে প্রিয় অভনেত্রীর মুখের আদলে নিজেকে সাজানো। আর সে কারণে বারবার নিজেকে সঁপে দিয়েছেন প্লাস্টিক সার্জনের ছুরি-কাঁচির নিচে। তবে এর ফল রূপ সৌন্দর্য্য দূরে থাক, তাকে দেখতে অনেকটা কঙ্কালের মতো লাগছে। জানা গেছে, এ পর্যন্ত নিজের মুখমÐলে প্রায় ৫০টি অস্ত্রোপচার করেছেন সাহার।
দ্য সান পত্রিকায় প্রতিবেদনে বলা হয়, তাবার নাকি জেদ ধরেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির মতো মুখ মÐলকে তৈরি করতে যা দরকার হয় তাই-ই করবেন। সেই মতো অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। শুধু তাই নয়, ডায়েট কন্ট্রোলও এমন ভাবে শুরু করেন যে একটা সময় তার ওজন ৪০ কেজিতে নেমে আসে। নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলড হতে থাকেন তাবার। কেউ কেউ তাকে কটাক্ষ করে বলেছেন, কে তাঁর মুখের উপর বোমা ফেলেছে, যে এমন দশা হয়েছে! অনেকেই আবার তাবারের এই কর্মকাÐকে ‘পাগলামো’ বলেও উপহাস করেছেন।