Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দিনে ১২টা কোক খান ট্রাম্পখােলা বাজার২৪। শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭: একদিনে ১২টা কোক খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি লম্বা বায়োগ্রাফি লিখেছে। ট্রাম্পের দৈনন্দিন অভ্যাসের মধ্যে রয়েছে ঘনঘন টুইট করে আলোচনায় আসা, ৮ ঘণ্টা করে টেলিভিশন দেখা।
এখন নতুন করে যুক্ত হয়েছে পানীয় অভ্যাস। তবে তার পাণীয় তালিকায় থাকা কোকগুলো ফ্যাটমুক্ত। মূলত ডায়েট কোকই পান করেন ট্রাম্প। তবে এটা কতটুকু স্বাস্থ্য ঝুঁকিমুক্ত সেটা নিশ্চিত করে বলা যাবে না। এটা থেকে খুব বেশি ও দ্রুত ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত ডায়েট কোকে যে অল্প পরিমাণে কৃত্রিম মিষ্টি থাকে সেটা হল এ্যসপারটেম। এ বিষয়ে ইয়েল জার্নাল অব বায়োলজি এবং মেডিসিনে একদল গবেষকের যৌথ গবেষণায় বেরিয়ে আসে, এই ডায়েট কোক ওজন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করে। যদিও বলা হয় এতে শূন্য মাত্রায় ক্যালোরি রয়েছে। ইনডি ১০০