খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ফলে তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা। এ শীত মৌসুমে দেশের এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। সূর্যের দেখা না মেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় একেবারেই বিপর্যস্ত এ এলাকার সাধারণ মানুষ।
তীব্র শীত, ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলা। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে সর্বনিম্ন আয়ের মানুষ গুলোকে।
তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।এদিকে, শীত থেকে বাঁচতে সরকারি বিভিন্ন সাহায্য সহযোগীতা চেয়েছেন এসব সাধারণ মানুষেরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা শুধু দেশের নয় চলতি শীত মৌসুমের এই তাপমাত্রাই এখনো সর্বনিম্ন। সামনে তাপমাত্রার পারদ আরো নামতে পারে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।সম্পাদনা :