Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮:  বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন ২০৩৫ সালের মধ্যে সাইবার বিশ্বকে নেতৃত্ব দিবে বলে জানিয়েছে দেশটির শিল্প এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়।

শিল্প ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী মিয়াও ওয়েই বলেন, ২০১৭ সালে চীনের ৪জি প্রযুক্তি ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কৌশলগত প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে যার ফলে সামনের বছরগুলোতে ইন্টারনেটের গতি আরো বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, চীন ২০৩৫ সালের মধ্যে সাইবার শক্তিতে পুরো বিশ্বে শীর্ষস্থান দখল করবে। সেই সঙ্গে তিনি ইন্টারনেট, ডাটা এবং কৃত্তিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ওপর উৎসাহিত করার পদক্ষেপের কথা বলেন। তিনি ব্যক্তিগত তথ্য এবং অনলাইন ডাটা সুরক্ষার উপরও জোর দেন।

প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে ৪ বিলিয়ন ভোক্তার মধ্যে কেবল মাত্র চীনেই ৭৫০মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। রাশিয়া টুডে