খােলা বাজার২৪। শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮:বাংলাদেশ লিজিং এ্যান্ড ফাইন্যান্স কোম্পানীজ এসোসিয়েশনের আয়োজনে শনিবার দুপুরে রংপুর নগরীর ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কার্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস লি: ও আই ডি এন সি ফাইন্যান্স লি: এর সহযোগিতায় ওই এলাকার ১ হাজার ৫ শত জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লিজিং এ্যান্ড ফাইন্যান্স এসোসিয়েশনের সভাপতি ফজলে রহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আই ডি এন সি ফাইন্যান্স লি: এর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, ন্যাশন্যাল হাউজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লি: এর শাখা ব্যবস্থাপক জাহেদুল ইসলাম ও নারী কাউন্সিলর সুইটি বেগম প্রমূখ। সম্পাদনা: উমর ফারুক রকি