Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার ২৪, জানুয়ারি ২০১৯ঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন উঠেছিল। জাতীয় পার্টি সেটা গুজব বলে উড়িয়ে দিয়েছে।

শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি সিঙ্গাপুর যান।

এরশাদের মৃত্যু হয়েছে এমন ‘গুজব’ উঠায় ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

ফেসবুক স্ট্যাটাসে তিনি হুসেইন মুহম্মদ এরশাদকে বাঁচতে দিতে অনুরোধ জানান। সিঙ্গাপুর যাওয়ার আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিদিশাকে দেখে এরশাদের চোখে পানি এসেছিল বলে জানান তার প্রাক্তন স্ত্রী বিদিশা।

বিদিশা এরশাদের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু বিডি২৪লাইভ পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

ফেসবুকে বিদিশা লিখেছেন, উনাকে আরও কিছুদিন বাঁচতে দিন। ফেসবুকে দেখেছি উনাকে মেরে ফেলেছেন। বিশ্বাস করুন, উনি আরও কিছুদিন বাঁচতে চান আমাদের ছেলে এরিকের জন্য। উনি পৃথিবীতে এরিক ছাড়া বোধ হয় আর কাউকে এতো ভালোবাসেননি। আমিও সব মাতৃত্বের লড়াই করার পরও ছেলেকে বাবা থেকে আলাদা করতে পারিনি।

তিনি লিখেন, সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি আমি আমার সন্তানকে কাছে না রেখে, চোখে না দেখে। তারপরও আমাকে পরম আনন্দ দেয় বাবা ছেলের খুনসুটি দেখে। কোনো শর্তের বন্ধন নেই। বাবা-ছেলের বয়সের পার্থক্যের পরও তাদের মধ্যে আড্ডা ও বন্ধুত্বের সম্পর্ক চোখে পড়ার মতো। ছেলেকে স্কুলে দিয়ে ও নিয়ে আসে একজন বৃদ্ধ পিতা। ছুটির দিনে বাবা-ছেলের একসঙ্গে ভ্রমণ। রাতে এরিক ছাড়া উনি ঘুমাতে পারেন না একদম। তাই তো গত সপ্তাহে আমি যখন সিএমএইচ গেলাম দেখতে, দেখি নাস্তা করেন নাই, অপেক্ষায় আছে এরিকের। দুপুরে এরিক স্কুল থেকে ফিরলে লাঞ্চ করবেন বললেন। আমাকে সরি বললেন, অনেক অন্যায় হয়ে গেছে আমার সঙ্গে যা সংশোধন করার উপায় নেই। তা অন্য প্রসঙ্গ। অনেক স্মৃতি চারণ করলেন তিনি।

বলেই ফেললেন, রাত জেগে এরিক নাকি বক বক করে, যা নাকি আমি করতাম এক কালে। উনি চোখ বন্ধ করলে এরিক নাকি চোখ খুলে দেয়, বলে আচ্ছা ড্যাডি এইবার তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই, কিন্তু তুমি তো ঘুমাবে না আমার আগে। গান করতে করতে এরিক নিজেই ঘুমিয়ে পড়ে। আমিও নাকি একি কাজ করতাম অনেক বছর আগে। সেদিন উনার চোখে জল ছিল। জীবন মৃত্যুর এই শেষ সময়ে উনার উপলব্ধিগুলো নিশ্চয়ই মিথ্যা না। চল্লিশ মিনিট আমার হাত উনার দুই হাত দিয়ে ধরে বসে ছিলেন। চোখ দিয়ে ঝরছিল জল আমাদের দুজনেরই। আমাদের দুইজনের মধ্যে সময়ের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে এতদিনে, তাই উনার জীবনে শেষ সময়ে আমি কোনো সেবা করতে পারলাম না।