Sun. Oct 26th, 2025
Advertisements
school-1
খােলাবাজার ২৪,সোমবার,০৭অক্টোবর,২০১৯ঃ গাইবান্ধায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ করে মাসকালাইয়ের চাষ করা হয়েছে। জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এই চিত্র দেখা যায়। এ অবস্থায় বিদ্যালয় মাঠে ছাত্রীদের অ্যাসেম্বলির জায়গা না থাকায় সেখানে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ রয়েছে। বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, মাষকলাইয়ের গাছ দিয়ে পুরো মাঠ ছেয়ে গেছে। কোথাও পা ফেলার জায়গা নেই। মাঠের পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা থাকলেও তা বন্ধ করে দিয়ে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠের দু’দিকে দুইটি শিক্ষার্থীদের জন্য লম্বা ঘর, একপাশে স্কুলের মেইন গেট ও অন্যপাশে প্রাচীর।


বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষকরা আমাদের খেলার মাঠে মাসকালাই চাষ করায় আমাদের খেলাধুলার অসুবিধা হচ্ছে। মাসকালাই চাষ করার সময় আমরা প্রধান শিক্ষককে অনুরোধ করেছিলাম, মাঠটা যেন বন্ধ করা না হয়। কিন্তু আমাদের কথা তিনি রাখেননি।

অভিভাবকরা জানান, খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের মেধাবিকাশসহ ক্রীড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের যোগসাজশে খেলার মাঠে মাসকালাই চাষ করা হয়েছে।

এ ব্যাপারে উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রীদের অ্যাসেম্বলির জায়গা রয়েছে। কাজেই তাদের অসুবিধার হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, সকল শিক্ষকদের পরামর্শে মাসকালাই চাষ করা হয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন তিনি জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে আমি জানলাম। যদি এরকম ঘটনা ঘটে থাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।