খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃ ঠাকুরগাঁও প্রতিনিধি: : বিপুল উতসাহ উদ্দিপনায় দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে রোববার দিনব্যাপি নানা কর্মসুচির আয়োজন করা হয় জেলা পরিষদ অডিটোরিয়ামে । গতকাল রোববার দুপুরে জেলা আ’লীগ কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ। এ সময় বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরীসহ জেলা আ’লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সম্মেলনে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৫৪৭ জন ইউনিয়ন প্রতিনিধি (ডেলিগেটর) তাদের ভোটাধিকার প্রয়োগে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের বর্তমান সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটোকে পুনরায় সভাপতি ও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।