Mon. Oct 27th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২০অক্টোবর,২০১৯ঃ মেহেদী হাসান,জবিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আজ ১৪তম জন্মদিন।
২০০৫ সালের আজ এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রুপ নেয় জগন্নাথ কলেজ হতে তৎকালিন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার( ২০ অক্টোবর) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। ভিসির নেতৃত্বে শুরু হওয়া সুসজ্জিত এই র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।