খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সালান্দর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।