Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,৯ মার্চ ২০১৯ঃ ওয়ালিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। মাঠ ভেসে যাওয়ায় টস করাও সম্ভব হয়নি। প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে শনিবার (৯ মার্চ) দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দিনের শুরু থেকেই গুড়িগুড়ি বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছিল।

বৃষ্টিতে বেসিন রিজার্ভের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে ওঠে। মাথের বেশিরভাগ জায়গাতেই পানি জমে যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠ থেকে পিচ কভার সরানো সম্ভব হয়নি। তখনও থেমে থেমে বৃষ্টি পড়ছিল।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আম্পায়ার মাঠ পরিদর্শন করেন। বৃষ্টি থেমে গেলেও মাঠ ছিল খেলার জন্য অনুপযোগী। এরপর নির্ধারিত সময় অনুযায়ী খেলার মধ্যাহ্ন বিরতির পর তিন দফা মাঠ পরিদর্শন শেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগারা। যদিও টাইগারদের জন্য কাজটা সহজ হবে না। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা না হওয়ায় কাজটা আরও কঠিন হয়েছে। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড।